Site icon আজকের কাগজ

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

দুর্ঘটনা

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। 

২২ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২.০০ ঘটিকার সময় বকশীগঞ্জ পৌর এলাকায় জেলখানা রোডে কোহিনুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরকাউরিয়া সীমারপাড় উত্তর গ্রামের বাসিন্দা জালাল  উদ্দিনের মেয়ে মোছাঃ তানহা (৩) রাস্তা পারাপার হবার সময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা এসে সজোরে চাপা দেয়, মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

Exit mobile version