Site icon আজকের কাগজ

চীনের নগরে প্রথমার্ধে ৬৯ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান

কর্মসংস্থান

২০২৫ সালের প্রথম ছয় মাসে চীন মোট ৬৯ লাখ ৫০ হাজার নতুন নগরভিত্তিক চাকরি সৃষ্টি করেছে, যা চীনের বার্ষিক লক্ষ্যমাত্রার ৫৮ শতাংশ পূরণ করেছে। মঙ্গলবার সরকারি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র ছুই পেংছেং এক সংবাদ সম্মেলনে জানান, জুন মাসে নগর অঞ্চলের বেকারত্বের হার ছিল ৫ শতাংশ, যা গত বছরের একই সময়ের সঙ্গে তুলনায় অপরিবর্তিত রয়েছে।

চলতি বছরে চীনের লক্ষ্য হলো কমবেশি ৫.৫ শতাংশ নগর বেকারত্ব বজায় রাখা এবং ১ কোটি ২০ লাখের বেশি নতুন চাকরি সৃষ্টি করা।

সূত্র: সিএমজি

Exit mobile version