Site icon আজকের কাগজ

চীনা আইসক্রিম মেশিন রফতানি বেড়েছে

চীনা আইসক্রিম মেশিন

চীনের আইসক্রিম মেশিনের রপ্তানি বেড়েছে সারা বিশ্বজুড়ে। চীন-নির্মিত মেশিনগুলো বিদেশি বাজারে জনপ্রিয়তা পাচ্ছে মূলত উচ্চ গুণমান ও নির্ভরযোগ্যতার কারণে।

পূর্বাঞ্চলের চিয়াংসু প্রদেশের তাইচৌ শহরের তাইচৌ শিনওয়াং রেফ্রিজারেশন টেকনোলজি কোং লিমিটেড ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৮ হাজার ইউনিটেরও বেশি মেশিন তৈরি করেছে, যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। একই সময়ে বিদেশি অর্ডার বেড়েছে প্রায় ২০ শতাংশ।

কোম্পানিটি জানায় মে থেকে আইসক্রিম মেশিনের অর্ডারের পরিমাণ বাড়তে থাকে। ইন্দোনেশিয়ার এক গ্রাহক বলেছেন, ‘চীনের তৈরি মেশিনগুলো উচ্চ তাপমাত্রায়ও স্থিতিশীলভাবে কাজ করে এবং এগুলো ভালো মানের আইসক্রিম তৈরি করে। এ ছাড়া সার্ভিস টিম দ্রুত সাড়া দেয়, যাতে অপারেশন খরচ কমে যায়।

সূত্র: সিএমজি

Exit mobile version