Site icon আজকের কাগজ

ইইউ-কে চীনের কড়া বার্তা: ভিত্তিহীন নিষেধাজ্ঞায় চীনা স্বার্থ ক্ষুণ্ণ করবেন না

চীন-ইইউ বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা

কোনো বাস্তব ভিত্তি ছাড়াই চীনা উদ্যোগের বৈধ স্বার্থের ক্ষতি না করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে চীন। একইসাথে চীন জানিয়েছে তারা তাদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সম্প্রতি নিয়মিত সংবাদ সম্মেলন রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর সাম্প্রতিক নিষেধাজ্ঞা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এই কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। ওই নিষেধাজ্ঞায় একাধিক চীনা উদ্যোগ এবং ব্যাংক জড়িত রয়েছে।

কুও জোর দিয়ে বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই চীন সর্বদা একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে যার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত নয়।’

ইউক্রেন সংকট সম্পর্কে কুও উল্লেখ করেন, চীন শান্তি আলোচনা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটি কখনোই বিরোধপূর্ণ পক্ষগুলোকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি এবং দ্বৈত-ব্যবহারের জিনিসপত্র রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

তিনি আরও বলেন, চীনা ও রাশিয়ান উদ্যোগের মধ্যে স্বাভাবিক বিনিময় এবং সহযোগিতায় হস্তক্ষেপ করা বা প্রভাবিত করা উচিত নয়।

সূত্র: সিএমজি

Exit mobile version