Tuesday, July 22
Shadow

শোকবার্তা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক

আজকের পত্রিকার পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এবং যারা আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এই দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও মর্মাহত করেছে। শিক্ষাঙ্গনের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের শিক্ষা ও সচেতনতার জগতে গভীর ক্ষত তৈরি করেছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেবে।

আল্লাহ তাআলা যেন নিহতদের জান্নাতবাসী করেন এবং তাঁদের পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন—আমরা সেই প্রার্থনাই করছি।

– আজকের পত্রিকা পরিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *