হানিফ সরকার শান্ত
ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ
আমি এক বিষণ্নতার কবি
আঁকছি এক মায়াবতীর ছবি।
দীপ্ত চন্দ্র তার মুখ
দেখলে জুড়িয়ে যায় আঁখি।
তারে নয়নে বেঁধে রাখি।
সে ভীষণ মায়াবী।
তার চোখে যেন গভীর গোধূলি,
নিভে যাওয়া কোনো সাঁঝের নীলালি,
যেখানে শব্দ হারায়, শুধু চাহনি বাঁচে —
প্রশ্নহীন, ভাষাহীন এক চিরন্তন ডাকে।