শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে কোম্পানিগণ্জ বাসটার্মিনালে চাঁদা না দেওয়ায় আজ শুক্রবার (১৮জুলাই)ফারজানা পরিবহন নামের একটি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আশপাশের বেশকিছু দোকান পাট এবং একটি সমবায় সমিতির কার্যালয়ে ভাংচুর করা হয়। খবর পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে ফারজানা পরিবহনের নিয়ন্ত্রণ নিতে বেশ কিছু দিন যাবৎ উৎপাত করে আসছিল বাখরনগর গ্রামের সোহেলের নেতৃত্বে একটি সিন্ডিকেট। এরই মাঝে দফায় দফায় চেষ্টা করলেও ফারজানা পরিবহনের মালিক পক্ষ তা প্রতিহত করেন। গত বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেট কারের সঙ্গে ফারজানা পরিবহনের ধাক্কা লাগে। এরই জেরে পুর্ব বিরোধকে কেন্দ্র করে
সোহেলের নেতৃত্বে কয়েকশ বখাটে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফারজানা পরিবহনের কাউন্টার এবং আশপাশের ২০-৩০ টি দোকানে হামলা করা হয়। এ সময় সাফল্য সমবায় সমিতির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফারজানা কাউন্টারের পরিচালক মোঃ আলামিন বলেন, ‘বৃহস্পতিবার বাখরনগর গ্রামের সোহেলের নেতৃত্বে একটি সিন্ডিকেট আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমার উপর হামলা চালায়। এই ঘটনায় শুক্রবার সকালে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি। অভিযোগের বিষয়টি শুনে বিকালে তারা আমাদের কাউন্টার এবং আশপাশের দোকানপাটে হামলা চালায়। তাছাড়া আমাদের সাফল্য সমবায় সমিতির কার্যালয়ে তারা হামলা করে।’
তবে এ বিষয়ে বাখরনগর গ্রামের সোহেলের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুর রহমান বলেন, ফারজানা বাস কাউন্টারে চাঁদা দাবি করা হয়েছে মর্মে একটি অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করছি। হামলা এবং ভাঙচুরের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।