
জেমস আব্দুর রহিম রানা:
আওয়ামী লীগের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের প্রতি দীর্ঘমেয়াদি বঞ্চনা ও প্রতারণার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে এসেছে এবং ধারাবাহিকভাবে তাদের প্রতারণা ও বঞ্চনার শিকার করেছে।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
ড. গোবিন্দ বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দি হিসেবে ছিলাম। ১৯৫৪ সালে দলটি গঠনের দিন থেকেই হিন্দুদের রাজনৈতিকভাবে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ধ্বংসের উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রশংসা করে তিনি বলেন, জামায়াত কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি “ইউনিভার্সাল ইউনিভার্সিটি”। এখান থেকে মানুষ নৈতিকতা, ধর্মীয় আদর্শ এবং সুশাসনের শিক্ষা পায়। তিনি বলেন, আপনারা এখানে এসে জীবন পরিচালনার আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারেন।
ড. গোবিন্দ পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন ও সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানান। তিনি বলেন, এই দেশে যদি পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হয়, তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা একবার এই ফ্যাসিবাদকে বিদায় করেছি, আবার সেটা চাই না।
তিনি আরও বলেন, সংখ্যালঘুদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে আলাদা নির্বাচন ব্যবস্থা ও অনুপাতে প্রতিনিধিত্বের বিকল্প নেই।
সমসাময়িক বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ড. গোবিন্দ। তিনি বলেন, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার মাধ্যমে আপনারা এমন একটি আদর্শিক পরিবেশে প্রবেশ করছেন, যেখানে আপনার জীবন ধন্য হবে, এমনকি যদি রাজনৈতিক ক্ষমতা না-ও থাকে।