
রোকুনুজ্জামান, জবি : দেশের সর্বাধিক প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড অর্জনকারী প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর নতুন কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলের সভাপতি পদে ফিন্যান্স ইউনিটের মো: মাহবুব হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ইউনিটের মোঃ নাজমুল হোসেন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপস্থিত সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কাউন্সিল গঠিত হয়। এরপর জবি রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ড. মো: মিন্টু আলী বিশ্বাস নব নির্বাচিত কমিটি ঘোষণা করেন। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দু’টি পদে পরিসংখ্যান ইউনিটের সিনিয়র রোভার মেট অর্নব সরকার ও গণিত ইউনিটের সিনিয়র রোভার মেট মোঃ আক্কাস আহমেদ নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন ইউনিটের সিনিয়র রোভার মেট নাজমুল হোসেন আজাদ।
অন্যান্য পদে প্রোগ্রাম সম্পাদক আসিফ ইকবাল, ট্রেনিং সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহীনুর আলম, গার্ল-ইন-রোভার সম্পাদক উমা ইসলাম, দপ্তর সম্পাদক সোনিয়া আক্তার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাবেরিয়া খান, ক্রীড়া সম্পাদক হৃদয় মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, বহিঃযোগাযোগ সম্পাদক মোঃ শিহাব উদ্দীন হিফজু, পাঠাগার সম্পাদক আমির হোসেন, আপ্যায়ন সম্পাদক এনায়েত উল্লাহ, সমাজসেবা সম্পাদক নৃপেন বাড়ৈ ও স্বাস্থ্য সম্পাদক রনজিত চন্দ্র রায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে থাকবেন মো: রিফাত রায়হান ও মো: মেহেদী হাসান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আস্থার জন্য সকল রোভার সাথী, সিনিয়র ও পরামর্শদাতাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ। রোভারিংয়ের চেতনায় উজ্জীবিত হয়ে আমি গ্রুপের কার্যক্রমকে আরও গঠনমূলক, সুশৃঙ্খল ও উদ্যমী করে তুলতে আন্তরিকভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, আমরা একসঙ্গে পথ চলি—দায়িত্ব, শৃঙ্খলা ও দেশসেবার মূলমন্ত্র নিয়ে।”
নবনির্বাচিত সভাপতি মো: মাহবুব হাওলাদার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার ইন কাউন্সিল ২০২৫-২৬ এ আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি গ্রুপ সম্পাদক এবং সকল এসআরএম দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নতুন এ যাত্রাপথে আমি সকলের সমর্থন পাব এবং একত্রে কাজের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।”