Sunday, July 20
Shadow

পাইকগাছায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত

পূর্ণ চন্দ্র মণ্ডল, পাইকগাছা : পাইকগাছায় উপজেলা পর্যায়ে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর আয়োজনে শনিবার সকালে ডরপ এর কার্যালয়ে অনুষ্ঠিত সভাটি ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি এম এম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন, ডরপের উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব পিন্টু চন্দ্র দাস। এসময় সহ-সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক ও অধ্যক্ষ মো. আজহার আলী, সদস্য সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মহানন্দ অধিকারী মিন্টু ও প্রীতীশ মন্ডল, রেজাউল করিম, খানজাহান আলী, লিল্টু রাণী মন্ডল, লিপি ব্যানার্জী, আফরোজা বেগম, লিমা সরকার উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৫-২৬ সালের অর্থবছরের বাজেটে জলবায়ু, স্যানিটেশন ও জেন্ডার বান্ধব বাজেট বরাদ্দ বৃদ্ধির বিষয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বাজেট পরবর্তীতে কতটুকু বাস্তবায়ন হয় তা নিয়মিত ফলোআপ করা এবং স্থানীয় সমস্যা নিরসন, জলবায়ুর ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যা চাই এর দাবিতে  মানববন্ধন সহ সরকারের বিভিন্ন দপ্তরের সাথে অ্যাডভোকেসি করবেন এ কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *