Site icon আজকের কাগজ

নকলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং নকলা পৌর এলাকায় পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকাল ১১টায় উপজেলার হলপট্টি মোড় থেকে সরকারি হাজী জাল মাহমুদ কলেজ গেট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

উক্ত কর্মসূচি এবং পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, পৌর সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ে। এ সময় বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ যেকোনো স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, নকলা উপজেলায় এখনো বড় পরিসরে ডেঙ্গু ছড়িয়ে পড়েনি, তবে সতর্কতা জরুরি। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রæত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কোনোভাবেই অবহেলা করা যাবে না।

কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রতিরোধই ডেঙ্গুর সবচেয়ে বড় চিকিৎসা। সবাই সচেতন হলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব।

Exit mobile version