Site icon আজকের কাগজ

বলিউডে নবাগত আহান পান্ডে ‘সইয়ারা’ দিয়ে বাজিমাত, তবে একসময় শাহরুখের সংলাপ বলেই ট্রলের শিকার হয়েছিলেন আহান পান্ডে

সইয়ারা

আহান পান্ডে এখন বলিউডের আলোচিত নাম। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সইয়ারা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটেছে তার, আর প্রথম দিনেই ছবিটি ২০ কোটির ব্যবসা করে বাজিমাত করেছে বক্স অফিসে। মোহিত সুরির পরিচালনায় এই ছবিতে আহানের সঙ্গে রয়েছেন আরেক নবাগত নায়িকা অনীত পাড্ডা।

নতুন এই জুটি দর্শকদের মন জয় করছেন ঠিকই, কিন্তু এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফের ভাইরাল হয়েছে আহান পান্ডের পুরনো একটি ভিডিও, যেখানে তাকে দেখা যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের এক জনপ্রিয় সংলাপ বলতে।

আহান ট্রলের শিকার হয়েছিলেন ২ বছর আগে। এই ভিডিওটি দুই বছর আগে ভাইরাল হওয়ার পর আহান পান্ডেকে নিয়ে নির্মম ট্রল শুরু হয়েছিল। নেটিজেনদের কটাক্ষ ছিল বেশ তীব্র।

২০২৫ সালে এসে আহান পান্ডে আজ তিন বছরের প্রস্তুতির পর বলিউডে অভিষেক করেছেন ‘সইয়ারা’ দিয়ে। মোহিত সুরির পরিচালনায়, যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবি এখন দর্শকদের ভালোবাসায় সিক্ত। সমালোচকরাও আহানের অভিনয় প্রশংসা করছেন।

Exit mobile version