Sunday, July 20
Shadow

তোমার প্রতীক্ষায়

মোঃ রেজাউল করিম

প্রেমের অনলে জ্বলছি সারা
হৃদয় পিঞ্জিরা পুঁড়ে ছারখার
ওহে! নিদয়া পাষাণী বন্ধু-
নিঃসঙ্গ লাগে তুমিহীন আমার।

লোহায় গড়া মনটি তোমার
পাথরের মতন শক্ত,,
কত যাতনা সয়ে গেছি বার
হইনি তিক্ত বিরক্ত।

বসন্তের পাখিরা ফিরছে নীড়ে
কত গল্পের শুরু এইখানে,,
রাতজাগা পাখি হয়ে এসো
আজ কবিতা লিখি দু’জনে।

তোমার কাননে ফুটাবো ফুল
গন্ধে মাতোয়ারা সবে,,
সাক্ষী থাকুক চন্দ্র তারা
ভালোবাসা বৃথা নয় তবে।

মোঃ রেজাউল করিম
জেলা কক্সবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *