Saturday, July 19
Shadow

পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তোকারেম হোসেন’র দাফন সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পৌরসভাধীন বাতিখালী ৪নং ওয়ার্ডের   বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী তোকারেম হোসেন (৭৪) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আসরবাদ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম। এসময়ে থানা অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, সরদার আব্দুল মাজেদ, রেজাউল করিম, মোঃ আঃ গফুর গোলদার, শেখ রওশন আলী ও শেখ জামাল, অ্যাড. আবু সাঈদ, মোর্তজা জামান আলমগীর রুলু, মোঃ কামরুল ইসলাম, আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক সেকান্দার হায়াত, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আ. সালাম বাচ্চু, মারুফ, সামাদ মোড়ল, পথিক, মাসুম , আক্তার হোসেন, 

জাহিদ, আল মামুন, মরহুমের পুত্র কাজী মামুন, ইমন, কন্যা মুন্নি, পরিবার, আত্মীয় স্বজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সকাল সাড়ে ৬ টায়  ইন্তেকাল করেছেন (ইন্না — রাজিউন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *