
২০২৫ সালের প্রথমার্ধে চীনের অর্থনীতি ৫.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এই সাফল্যের পর আন্তর্জাতিক অঙ্গনের একাধিক শীর্ষস্থানীয় ব্যাংক চীনের পুরো বছরের জিডিপি পূর্বাভাস বাড়িয়ে দিয়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে দেশটির শিল্প উৎপাদন বেড়েছে ৬.৪ শতাংশ, উচ্চপ্রযুক্তি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯.৫ শতাংশ এবং খুচরা বিক্রিতে বেড়েছে ৫ শতাংশ। একই সময়ে রপ্তানি বেড়েছে ৭.২ শতাংশ।
এই পরিসংখ্যান প্রকাশের পর মর্গান স্ট্যানলি তাদের জিডিপি পূর্বাভাস ৪.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৮ শতাংশ করেছে। ইউবিএস ৪.০ থেকে ৪.৭ শতাংশে উন্নীত করেছে। গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাস ৪.৬ থেকে বাড়িয়ে ৪.৭ শতাংশ করেছে এবং এএনজেড ৪.২ থেকে ৫.১ শতাংশে উন্নীত করেছে।
সিটিগ্রুপ চীনা ভোক্তা খাতের রেটিং বাড়িয়ে দিয়েছে এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে ইনভেসকো।
বিশ্লেষকরা বলছেন, রপ্তানি খাতে চাহিদা, নীতিগত সহায়তা, পর্যটন খাতে পুনরুদ্ধার এবং করপোরেট আয়ের উন্নতি অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।