Sunday, July 20
Shadow

বর্ষাকাল

আব্দুস সাত্তার সুমন 

সবুজ ঘাসে বৃষ্টি পড়ে মাটির ঘরের চালে,

গাছে গাছে বৃষ্টি ঝরে কদম গাছের ডালে।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে আম কুড়াতে যাই,

খালে, বিলে, নদী-নালায় জলে পুকুর ঠাই।

জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে ভাসে কলার ভেলা, 

বৃষ্টির পড়ে টাপুর টুপুর চড়ুইভাতী মেলা।

শাপলা, শালুক, পদ্মফুলে জলস্রোতে ভরা,

বর্ষাকালে হঠাৎ করে রোদ বৃষ্টি খরা।

জলগুরিতে লুটোপুটি কানামাছি খেলা,

কালবৈশাখী আমার দেশে কাটে দিবা বেলা।

ঢাকা ক্যান্টনমেন্ট মানিকদি সিনিয়র আলিম মাদ্রাসা, ঢাকা-১২০৬ বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *