Saturday, July 19
Shadow

দিনাজপুর জেলা কারাগারে একজন কয়েদির মৃত্যু

মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে শামছুল হক মন্ডল (৪৬) নামে এক কয়েদী মারা গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোর সোয়া ৫টায় অসুস্থ  হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালে চিকিৎসা দিয়ে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।নিহত শামছুল হক মন্ডল রংপুর জেলার পীরগঞ্জ থানার বদনা পূর্বপাড়ার মৃত মোজাম মন্ডলের ছেলে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার ২০১২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও ২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত কয়েদী ছিলেন। পাশাপাশি তার নামে আরেকটি মামলা চলমান রয়েছে।

২০২৪ সালের ১৮ জুন থেকে তিনি এই কারাগারে কয়েদি হিসেবে রয়েছেন। দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টায় কারাগারে হঠাৎ অসুস্থ  হয়ে পড়েন তিনি। পরে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পৌনে ৬টায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জেল সুপার জানান, শামছুল হক দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এরমধ্যে একটি মামলায় ৫ বছর ও আরেকটি মামলায় ২ বছর সাজা হয়। তার বিরুদ্ধে আরও মামলা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *