Sunday, July 20
Shadow

জাপানের প্রতিরক্ষা শ্বেতপত্রে তথাকথিত ‘চীনের হুমকি’র তীব্র নিন্দা চীনের

জাপানের ২০২৫ সালের প্রতিরক্ষা শ্বেতপত্রে চীনকে ঘিরে যে তথাকথিত ‘চীনের হুমকি’ বর্ণনা করা হয়েছে, সেটার তীব্র নিন্দা ও দৃঢ় বিরোধিতা করেছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ মন্তব্য করেন।

এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘জাপানের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্র চীন সম্পর্কে ভুল ধারণা ছড়ায়, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং চীনের হুমকি বলে একটি ভিত্তিহীন বিবৃতি প্রচার করে। চীন এর তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান সংক্রান্ত প্রশ্ন কীভাবে নিষ্পত্তি হবে, সেটি একমাত্র চীনা জনগণের বিষয়। আমাদের প্রতিরক্ষা নীতি রক্ষণাত্মক এবং সামরিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক প্রথার সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।’

লিন চিয়ান আরও বলেন, ‘এই বছর জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা জাপানকে আহ্বান জানাই—তারা যেন ঐতিহাসিক অপরাধ সম্পর্কে গভীরভাবে অনুধাবন করে, ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং চীনের বিরুদ্ধে উত্তেজনার কথা বলে সামরিক সম্প্রসারণের অজুহাত খোঁজা বন্ধ করে।’

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *