Site icon আজকের কাগজ

জবি উপাচার্য ভবনে বাগছাসের তালা, অবরুদ্ধ ভিসি

ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

রোকুনুজ্জামান, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ভবনে তালা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এতে ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে। গত ১০ জুলাই জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার প্রত্যাখ্যান করে যথাযথ বিচারের দাবিতে তারা তালা দিয়েছেন বলে জানা গেছে।

এসময় তারা প্রহসনের বিচার মানিনা, মানবোনা। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, মাইর খাবো ওপেনে, বিচার হবে গোপনে এসব স্লোগান দিতে থাকেন।

এর আগে এদিন রাত ৯ টার দিকে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার, দুইজনের ছাত্রত্ব না থাকায় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও একজনকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসি ভবনে তালা দিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে তারা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ জুলাই) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় ছাত্রদলের নেতাকর্মীরা বিভাগের দুই শিক্ষক—বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও সহকারী প্রক্টর এবং তিনজন শিক্ষার্থীর ওপর হামলা চালায়।

এতে ছাত্রকল্যাণ পরিচালক কে এ এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলামের ওপর হামলা ও লাঞ্ছিত করা হয়। একই ঘটনায় আহত হন ম্যানেজমেন্ট বিভাগের তিন শিক্ষার্থী— মো. ফারুক, ফেরদৌস শেখ এবং মো. ফয়সাল মুরাদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম বলেন, ‘এই ঘটনাটা ঠিক হয়নি। এই বিষয়ে কমিটি গঠন করে দোষীদের শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু এই নোটিশ বিভাগের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। এইভাবে কারো কাছে পার্সোনালি দেওয়া হয় না।’

Exit mobile version