Sunday, July 20
Shadow

চীনে আবারও বিক্রি শুরু এনভিডিয়ার এইচ২০ চিপ

যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর জায়ান্ট এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা শিগগিরই চীনে এইচ-২০ চিপ বিক্রি আবার শুরু করবে। একইসঙ্গে চীনা বাজারের কথা মাথায় রেখেই একটি নতুন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংচলতি জুলাইতে ওয়াশিংটন ও বেইজিং সফর করেছেন। সফরে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন এবং এআই কীভাবে ব্যবসা ও সমাজে বিপ্লব ঘটাতে পারে তা তুলে ধরেন।

হুয়াং জানিয়েছেন, এইচ২০ জিপিইউ চিপ বিক্রির জন্য অনুমোদন পেতে এনভিডিয়া প্রয়োজনীয় আবেদনপত্র দাখিল করছে। যুক্তরাষ্ট্র সরকারও কোম্পানিটিকে এ ব্যাপারে আশ্বাস দিয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *