Site icon আজকের কাগজ

বেইজিংয়ে শুরু হচ্ছে তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো

আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো

‘অভিন্ন ভবিষ্যতের জন্য যুক্ত হোক বিশ্ব‘—এই প্রতিপাদ্যে তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো (সিআইএসসিই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত বেইজিংয়ে  অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী।

এবারের প্রদর্শনীতে ছয়টি প্রধান শিল্প চেইন উপস্থাপন করা হবে। এতে রয়েছে— উন্নত উৎপাদন শিল্প চেইন, পরিচ্ছন্ন জ্বালানি চেইন, স্মার্ট যানবাহন, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যকর জীবন ধারাও সবুজ কৃষি চেইন।

এছাড়া থাকবে একটি সাপ্লাই চেইন সেবা অঞ্চল, যেখানে শৃঙ্খল-সম্পর্কিত পরিসেবা ও সমাধান প্রদর্শন করা হবে।

প্রদর্শনীতে ৭৫ টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার ৬৫১টি প্রতিষ্ঠান ও কোম্পানি অংশ নিচ্ছে, যার মধ্যে বিদেশি প্রদর্শকের সংখ্যা ৩৫ শতাংশ।এই প্রতিষ্ঠান গুলোর সঙ্গে আসছে আরও ৫০০টির ও বেশি পার্টনার কোম্পানি।অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াবে প্রায়  বারোশতে।

সূত্র: সিএমজি

Exit mobile version