Site icon আজকের কাগজ

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

সড়ক দুর্ঘটনা

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

১৪ জুলাই (সোমবার) দুপুরে বকশীগঞ্জ- শেরপুর সড়কে টিকরকান্দি বাজারে ব্যাটারি চালিত অটোভ্যান ও সেলো ইঞ্জিন চালিত ভটভটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছারভান বিবি (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়।

হাসপাতাল ও নিকট আত্মীয় সূত্রে জানা যায়, নতুন টুপকারচর গ্রামের হজর আলীর স্ত্রী ছারভান বিবি ব্যাটারি চালিত অটো ভ্যান যোগে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন টিকরকান্দী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সেলো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছা‌রভান বিবি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ নেওয়ার পথ মধ্যেই বৃদ্ধার মৃত্যু হয়।

বকশীগঞ্জ হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস‌তিয়াক আহা‌ম্মেদ জানান, সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Exit mobile version