Saturday, July 19
Shadow

বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং নিউইয়র্কের সম্পদ জব্দের নির্দেশ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে থাকা দুটি স্থাবর সম্পত্তি এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ (ক্রোক ও ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে এই সম্পদগুলো জব্দ করার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি পুলিশ মহাপরিদর্শক থাকাকালে এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তে প্রাপ্ত তথ্যে দেখা যায়, আসামি বেনজীর আহমেদ বর্তমানে তার নিজ নামে ও আত্মীয়স্বজনের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে মামলা শেষ হওয়ার পর রাষ্ট্রের পক্ষে সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ কারণেই আদালতে চার্জশিট দাখিলের আগেই যুক্তরাষ্ট্রের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে থাকা দুটি স্থাবর সম্পত্তি, যেগুলোর প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার মার্কিন ডলার, এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক (যুক্তরাষ্ট্র) ও সিআইএমবি ইসলামিক ব্যাংক (মালয়েশিয়া)-এর মোট চারটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তে বিদেশে বেনজীর আহমেদের সম্পদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিচারিক কার্যক্রমে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে জন্য এই সম্পদ জব্দ করা জরুরি হয়ে পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *