চীন ও রাশিয়া একসঙ্গে কাজ করে কৌশলগত সমন্বয় জোরদার করতে ও উভয় দেশের নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওয়াং বলেন, গত মাসে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ফোনালাপে আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিন্ন অবস্থান উঠে এসেছে।তিনি বলেন, চীন ও রাশিয়া আসিয়ান-এর গুরুত্বপূর্ণ সংলাপ অংশীদার এবং পূর্ব এশিয়ার সহযোগিতামূলক প্ল্যাটফর্মে দুই দেশের কৌশলগত সমন্বয় জোরদার করা উচিত। এতে পূর্ব এশিয়ায় উন্নয়নের অভিন্ন ঐক্য গড়ে তোলা সম্ভব হবে।
লাভরভ বলেন, চীন-রাশিয়া দুই দেশই আসিয়ান-এর কেন্দ্রীয় ভূমিকার পক্ষে এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
রাশিয়া চীনের শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্বকে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে উচ্চপর্যায়ের সহযোগিতার প্রস্তুতি নিতে চীনের পাশে থাকবে বলেও আশ্বাস দেন লাভরভ।
দুই পররাষ্ট্রমন্ত্রী ইরান পারমাণবিক ইস্যু নিয়েও মতবিনিময় করেন।
ওয়াং বলেন, চীন ইরানের পারমাণবিক অস্ত্র না তৈরির প্রতিশ্রুতিকে মূল্য দেয় এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ইরানের অধিকারকে সম্মান করে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং যৌথ সমঝোতা পরিকল্পনার মূল অংশীদার হিসেবে চীন ও রাশিয়া একযোগে কৌশলগত সমন্বয় জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময় করেন তারা।
সূত্র: সিএমজি