Site icon আজকের কাগজ

স্বয়ংক্রিয় যানবাহনের পরীক্ষার বিষয়বস্তু নির্ধারণে চীনের মানদণ্ড প্রকাশ

যানবাহনের পরীক্ষার বিষয়বস্তু

স্বচালিত যানবাহন ব্যবস্থার পরীক্ষামূলক নানা বিষয় নির্ধারণে চীন একটি আন্তর্জাতিক মানদণ্ড প্রকাশ করেছে।সোমবার চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

এই মানদণ্ডে স্বচালিত যানবাহনের কার্যকারিতা যাচাইয়ের জন্য ব্যবহৃত পরীক্ষামূলক পরিস্থিতি, মূল্যায়ন পদ্ধতি ও পরীক্ষার নিয়মাবলি বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।

চীনের এক কর্মকর্তা বলেন, চীনের গাড়ি শিল্প সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয়ক রে মন্ত্রণালয় ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মান নির্ধারণ ও সংশোধনে কাজ করবে।

উল্লেখ্য, স্বচালিত যানপ্রযুক্তি উন্নয়নে চীন বর্তমানে বিশ্বে শীর্ষে। বিশ্বখ্যাত পরামর্শক প্রতিষ্ঠান ম্যাক কিন্সের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যেই চীন হবে বিশ্বের বৃহত্তম স্বচালিত গাড়ির বাজার, যার মোট রাজস্ব ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: সিএমজি বাংলা

Exit mobile version