Site icon আজকের কাগজ

নির্বাচন নিয়ে আজ রাতেই সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকার

সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ (বুধবার) রাত ৮টায় সংবাদ সম্মেলন করবে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস উইং জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতি নিয়েই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

এই দাবির প্রেক্ষিতে শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলে আসছেন— ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন লন্ডনে অধ্যাপক ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই বৈঠকের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়— আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হতে পারে। এরপর থেকেই দেশের রাজনীতিতে কিছুটা নির্বাচনি আমেজ দেখা দিতে শুরু করে।

তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিংবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

Exit mobile version