Site icon আজকের কাগজ

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ০৮ জুলাই, ২০২৫

স্থান: প্রশাসনিক ভবন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছে। প্রতিনিধি দলের পক্ষে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত এই বৈঠকে তারা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শাকসু নির্বাচনের দ্রুত আয়োজনের দাবি জানান।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দেলোয়ার হাসান শিশির, হাফিজুল ইসলাম, পলাশ বখতিয়ার, ফয়সাল হোসেন, সাজ্জাদ হোসেন, কিরণ হাওলাদার, মাহবুব হাসান অনু, আলি আব্বাস শাহিন, আযাদ শিকদার, জুনায়েদ আহমদ, শেখ ওবায়দুল্লাহ, ইবরাহিম বিন ইসলাম, আমিনুল ইসলাম জীবন প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে শাকসু গঠনতন্ত্র প্রকাশ, ভোটার তালিকা প্রস্তুতি, তফসিল ঘোষণা এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক দাবিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং জানান, উপাচার্য মহোদয় আগামী ১২ জুলাই দেশে ফিরলে শাকসু নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবেন।

বৈঠকে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসনের সদিচ্ছা এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে শাবিপ্রবিতে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version