Site icon আজকের কাগজ

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেইজিংয়ে ‘বিশ্ব সভ্যতা সংলাপ’

আগামী ১০-১১ জুলাই বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রী পর্যায়ের ‘বিশ্ব সভ্যতা সংলাপ’ সভা। ‘বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য মানব সভ্যতার বৈচিত্র্য রক্ষা’ এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হচ্ছে এবারের সম্মেলন।

এই উচ্চ-পর্যায়ের সংলাপে অংশ নিতে প্রায় ১৪০টি দেশ ও অঞ্চল থেকে ৬০০ জনেরও বেশি অংশগ্রহণকারী ইতোমধ্যেই নিবন্ধন করেছেন। সভ্যতার বৈচিত্র্যকে সম্মান ও সুরক্ষা প্রদানের মাধ্যমে কীভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করা যায়, সে বিষয়ে আলোচনা করাই হবে এই সভার মূল লক্ষ্য।

সূত্র: সিএমজি

Exit mobile version