চীনের সিয়ামেন বিশ্ববিদ্যালয়ে শনিবার শুরু হয়েছে ১১তম ক্রস স্ট্রেইট যুব ফোরাম। চীনের তাইওয়ান প্রণালীর উভয় পাড়ের প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষার্থী অংশ নিয়েছেন এতে।
এবারের ফোরামে রয়েছে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও সাতটি উপ-ফোরাম। এর মাধ্যমে দুই প্রান্তের তরুণদের মধ্যে একাডেমিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন আয়োজকরা।
সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান গবেষণা ইনস্টিটিউটের উপ-ডিন চাং ওয়েনশেং বলেন, ‘দুই পাড়ের সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের বুঝতে হবে তরুণরা নিজেদের পরিচয় নিয়ে কী ভাবছে এবং সংস্কৃতি, সমাজ ও অর্থনীতিতে কীভাবে আরও গভীর বিনিময় সম্ভব। জ্যেষ্ঠ গবেষকদের পাশাপাশি তরুণ শিক্ষার্থী ও নবীন গবেষকদের কণ্ঠও শোনা জরুরি।’
ফোরামের সময় সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান গবেষণা ইনস্টিটিউটের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপিত হয়।
সূত্র: সিএমজি