Site icon আজকের কাগজ

সিয়ামেনে শুরু হলো ১১তম ক্রস স্ট্রেইট যুব ফোরাম

চীনের সিয়ামেন বিশ্ববিদ্যালয়ে শনিবার শুরু হয়েছে ১১তম ক্রস স্ট্রেইট যুব ফোরাম। চীনের তাইওয়ান প্রণালীর উভয় পাড়ের প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষার্থী অংশ নিয়েছেন এতে।

এবারের ফোরামে রয়েছে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও সাতটি উপ-ফোরাম। এর মাধ্যমে দুই প্রান্তের তরুণদের মধ্যে একাডেমিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন আয়োজকরা।

সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান গবেষণা ইনস্টিটিউটের উপ-ডিন চাং ওয়েনশেং বলেন, ‘দুই পাড়ের সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের বুঝতে হবে তরুণরা নিজেদের পরিচয় নিয়ে কী ভাবছে এবং সংস্কৃতি, সমাজ ও অর্থনীতিতে কীভাবে আরও গভীর বিনিময় সম্ভব। জ্যেষ্ঠ গবেষকদের পাশাপাশি তরুণ শিক্ষার্থী ও নবীন গবেষকদের কণ্ঠও শোনা জরুরি।’

ফোরামের সময় সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান গবেষণা ইনস্টিটিউটের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপিত হয়।

সূত্র: সিএমজি

Exit mobile version