Sunday, July 20
Shadow

সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শুভেচ্ছা বার্তা

সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতার ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশটির গভর্নর জেনারেল ডেভিড টিভা কাপুকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

বার্তায় প্রেসিডেন্ট শি উল্লেখ করেন, ২০১৯ সালে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশ একে অপরকে সম্মান ও সমর্থন করে আসছে। রাজনৈতিক পারস্পরিক আস্থা যেমন বেড়েছে, তেমনি বাস্তবভিত্তিক সহযোগিতাও উভয় দেশের জনগণের কল্যাণে ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, চীন সলোমন দ্বীপপুঞ্জ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন তিনি এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্বকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গভর্নর কাপুর সঙ্গে একসাথে কাজ করতে আগ্রহী।

প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করেন, দুই দেশ নতুন যুগে ভাগাভাগির ভবিষ্যতসম্পন্ন একটি সম্প্রদায় গড়তে যৌথভাবে এগিয়ে যাবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *