
জুলাই ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ানসি প্রদেশের হানচোং শহরের হানচিয়াং নদীর তীরে সম্প্রতি ১২টি বিরল প্রজাতির ক্রেস্টেড আইবিসপ্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। প্রায় দুই বছর পাখিগুলোকে উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চালিয়েছে হানচোং ক্রেস্টেড আইবিস জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকার কৃত্রিম প্রজনন কেন্দ্র।
কেন্দ্রের পরিচালক কাও চিয়ে জানান, ‘পাখিগুলোর মধ্যে দুটির শরীরে জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছেচলাচল পর্যবেক্ষণ করার জন্য।
মুক্ত করা ১২টি পাখির মধ্যে রয়েছে তিনটি প্রাপ্তবয়স্ক, তিনটি তরুণ এবং ছয়টি শাবক।
প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষাধীন বিরল পাখিটির সংরক্ষণে চীন গত চার দশকে ব্যাপক সফলতা পেয়েছে। ১৯৮১ সালে মাত্র সাতটি ক্রেস্টেড আইবিসথাকলেও এখন সংখ্যাটা ১০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে তাদের প্রাকৃতিক আবাসভূমিও বেড়ে ১৬ হাজার বর্গকিলোমিটারে পৌঁছেছে।
সূত্র: সিএমজি