বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে চীনা কুলিং পণ্যের চাহিদা বেড়েই চলেছে। ফ্যান লাগানো টুপি থেকে শুরু করে পোষা প্রাণীর কুলিং প্যাড—সব পণ্যের রপ্তানিই বাড়ছে আন্তর্জাতিক বাজারে।
চীনের চ্যচিয়াং প্রদেশের ইয়িউ আন্তর্জাতিক বাণিজ্য শহরে এমন অভিনব সব পণ্য বিদেশি ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। সৌরবিদ্যুতে চালিত ফ্যান-সংযুক্ত টুপি সেখানে জনপ্রিয়তা পাচ্ছে।
আবার আরেকটি দোকানে ফ্যান-যুক্ত ছাতা বাজারে আসার সঙ্গে সঙ্গে কিনে নিচ্ছেন ক্রেতারা।
পোষা প্রাণীর জন্য কুলিং ম্যাট ও বরফ-কলারওবিক্রি হচ্ছেদ্রুত। আলিবাবার আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের তথ্য বলছে, গত ৩০ দিনে পোর্টেবল ফ্যান, মোবাইল এয়ার কন্ডিশনার, আইস মেকার, ডাবল-ডোর রেফ্রিজারেটর ও ফ্রিজারের বিক্রি ৭৭ শতাংশ বেড়েছে।
সূত্র: সিএমজি