‘পরিস্থিতি যেভাবেই পাল্টাক না কেন, বেলজিয়াম চীনের বিশ্বস্ত বন্ধু হিসেবেই থাকতে চায় এবং গঠনমূলক মনোভাব নিয়ে পারস্পরিক সহযোগিতা গভীর করবে।’ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে একথা বলেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো।
চীনকে বেলজিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করে প্রেভো বলেন, দুই দেশের সম্পর্ক উচ্চমানের উন্নয়নের মধ্য দিয়ে বহু সুফল বয়ে এনেছে।
ওয়াং ই বলেন, চীন ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে একটি সর্বমুখী মৈত্রীর সম্পর্ক গড়ে উঠেছে, যা চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের একটি স্থিতিশীল স্তম্ভ।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বেলজিয়ান সরকার চীন ও ইইউর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
ওয়াং আরও জানান, চীন বর্তমানে আরও উন্মুক্ত বাজারনীতির পথে দ্রুত অগ্রসর হচ্ছে এবং বেলজিয়ামের সঙ্গে ভিসা ও জনসম্পৃক্ততা সহজতর করার পদক্ষেপ নিচ্ছে।
প্রেভো বেলজিয়ামের নাগরিকদের জন্য ভিসামুক্ত নীতির প্রশংসা করেন এবং সাংস্কৃতিক ও মানবিক বিনিময় জোরদারের আগ্রহ জানান। পাশাপাশি, তিনি আবারও বেলজিয়ামের ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সূত্র: সিএমজি