Site icon আজকের কাগজ

চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীর

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী

‘পরিস্থিতি যেভাবেই পাল্টাক না কেন, বেলজিয়াম চীনের বিশ্বস্ত বন্ধু হিসেবেই থাকতে চায় এবং গঠনমূলক মনোভাব নিয়ে পারস্পরিক সহযোগিতা গভীর করবে।’ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে একথা বলেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো।

চীনকে বেলজিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করে প্রেভো বলেন, দুই দেশের সম্পর্ক উচ্চমানের উন্নয়নের মধ্য দিয়ে বহু সুফল বয়ে এনেছে।

ওয়াং ই বলেন, চীন ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে একটি সর্বমুখী মৈত্রীর সম্পর্ক গড়ে উঠেছে, যা চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের একটি স্থিতিশীল স্তম্ভ।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বেলজিয়ান সরকার চীন ও ইইউর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

ওয়াং আরও জানান, চীন বর্তমানে আরও উন্মুক্ত বাজারনীতির পথে দ্রুত অগ্রসর হচ্ছে এবং বেলজিয়ামের সঙ্গে ভিসা ও জনসম্পৃক্ততা সহজতর করার পদক্ষেপ নিচ্ছে।

প্রেভো বেলজিয়ামের নাগরিকদের জন্য ভিসামুক্ত নীতির প্রশংসা করেন এবং সাংস্কৃতিক ও মানবিক বিনিময় জোরদারের আগ্রহ জানান। পাশাপাশি, তিনি আবারও বেলজিয়ামের ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সূত্র: সিএমজি

Exit mobile version