Site icon আজকের কাগজ

গ্রীষ্মে চীনে রুট বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দর এখন গ্রীষ্মকালীন ভ্রমণের চাহিদার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সময়টিকে ঘিরে চীনে নিজেদের উপস্থিতি বাড়াতে একের পর এক নতুন রুট চালু করছে বিদেশি এয়ারলাইন্সগুলো।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবারদুবাই থেকে শেনচেনের উদ্দেশ্যে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করেছে এমিরেটস।এটি বেইজিং, শাংহাই ও কুয়াংচৌর পর চীনের চতুর্থ শহর হিসেবে এমিরেটসের ননস্টপ রুটে অন্তর্ভুক্তহলো।

প্রায় এক দশক পর চীনে নতুন রুট চালু করতে পেরেআনন্দ প্রকাশ করেছেন  এমিরেটসের চীন অঞ্চলের জেনারেল ম্যানেজার লি শ্যুন।

শেনচেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাইয়ে কম্বোডিয়ার আঙ্কর এয়ার ও মালদ্বীপের মালদিভিয়ান এয়ারলাইন্স নতুন রুট চালু করবে। সব মিলিয়ে বিমানবন্দরটি ৫০টিরও বেশি আন্তর্জাতিক ও আঞ্চলিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে।

শেনচেন বিমানবন্দরের বাজার উন্নয়ন পরিচালক চাং চ্য বলেন, চীনের ভিসা ও পর্যটন নীতির শিথিলতা এবং নতুন ভোক্তা-ভ্রমণ প্রণোদনার কারণে বিদেশিদের আগ্রহ বাড়ছে।

সূত্র: সিএমজি

Exit mobile version