Site icon আজকের কাগজ

যুক্তরাজ্যে চীনা কোম্পানিগুলো নিরাপত্তা হুমকি নয়, অংশীদার: চীনা রাষ্ট্রদূত

চীনা রাষ্ট্রদূত

যুক্তরাজ্যে বিনিয়োগকারী চীনা কোম্পানিগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়,  বরং তারা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা অংশীদার বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চংচ্যকুয়াং। সোমবার লন্ডনে অনুষ্ঠিত সিটি উইক ২০২৫-এর নেট জিরো ফাইন্যান্স ইনোভেশন সামিটএ বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ আইন প্রণেতা ও আর্থিক খাতের ৩০০-র ও বেশি নেতা ও প্রতিনিধিরা। রাষ্ট্রদূত বলেন,  চীনা কোম্পানিগুলো যুক্তরাজ্যে এসেছে আপনাদের অর্থনীতি ধ্বংস করতে বা জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে নয়। তারা এসেছে আপনাদের অর্থনীতির সঙ্গে এক সঙ্গে বেড়ে উঠতে, কর্মসংস্থান সৃষ্টি করতে, কর রাজস্ব বাড়াতে এবং পারস্পরিক উপকার নিশ্চিত করতে। তিনি আরও বলেন, বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা যুক্তরাজ্যকে তার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে, জীবন যাত্রার ব্যয় হ্রাসে এবং নেট-জিরো অর্থনীতির পথে রূপান্তর ত্বরান্বিত করতে সহায়তা করবে।

চীনা রাষ্ট্রদূত চাং বলেন, চীন বিদেশি কোম্পানিগুলোর অবদানকে অত্যন্ত মূল্যায়ন করে এবং বিশ্ব জুড়ে, বিশেষ করে যুক্তরাজ্যের ব্যবসাগুলো কে ও স্বাগত জানায়।

সূত্র: সিএমজি

Exit mobile version