Site icon আজকের কাগজ

চীনের তৈরি সি ৯০৯ জেটের প্রথম আন্তর্জাতিক রুট চালু

আন্তর্জাতিক রুট

এয়ার চায়না মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব ভাবে নির্মিত সি ৯০৯ জেট লাইনার ব্যবহার করে প্রথম আন্তর্জাতিক বিমান রুট চালু করেছে, যা উত্তর চীনকে মঙ্গোলিয়ার সঙ্গে সংযুক্ত করেছে।

সিএ ৭৫৭ ওসিএ ৭৫৮ ফ্লাইট নম্বরে পরিচালিত এই রুটটি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী হোহট এবং মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের মধ্যে প্রতি সপ্তাহে সাতটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করবে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে হোহট থেকে উলানবাটরের উদ্দেশে যাত্রা করা ফ্লাইট সিএ ৭৫৭ এর মাধ্যমে এই নতুন রুটের সূচনা হয়।

২০২০ সালে প্রথম সি৯০৯ বিমান গ্রহণের পর, এয়ার চায়না তাদের এই জেটের বহর বাড়িয়ে ৩৫টি করেছে। এই বিমানগুলো সম্মিলিত ভাবে ১লাখ ১০হাজার ঘণ্টারও বেশি নিরাপদ ফ্লাইট পরিচালনা করেছে।এয়ার চায়না জানিয়েছে, তারা নিরাপদ ফ্লাইটপ রিচালনার পাশাপাশি রুট নেটওয়ার্কের উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় আরও গভীর করতে প্রতিশ্রুতি বদ্ধ।

সূত্র: সিএমজি

Exit mobile version