Site icon আজকের কাগজ

ডলারের বিপরীতে আরও শক্তিশালী ইউয়ান

ডলারের বিপরীতে আরও শক্তিশালী ইউয়ান

আরো শক্তিশালী হলো চীনের ইউয়ান। সোমবার দেশটির ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম জানায়, চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার মার্কিন ডলারের বিপরীতে ৪১ পিপকে বেড়ে ৭.১৫৮৬ হয়েছে।

চীনের স্পট ফরেন এক্সচেঞ্জ মার্কেটে প্রতিদিন লেনদেন চলাকালে ইউয়ান নির্ধারিত কেন্দ্রীয় বিনিময় হারের চেয়ে ২ শতাংশ পর্যন্ত উপরে বা নিচে ওঠানামা করতে পারে।

প্রতিটি কর্মদিবসে আন্তঃব্যাংক মার্কেট খোলার আগে মার্কেট মেকারদের দেওয়া দরের ওজনভিত্তিক গড়ের ওপর ভিত্তি করে ইউয়ানের ডলারের বিপরীতে এই কেন্দ্রীয় হার নির্ধারিত হয়।

সূত্র: সিএমজি

Exit mobile version