Site icon আজকের কাগজ

বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে শিশুর মৃত্যু

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জঃ জামালপুরের বকশীগঞ্জে বগারচর  ইউনিয়নে দক্ষিণ বেপারীপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ জুন (রবিবার) সকালে বগারচর ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বগারচর ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া গ্রামের চান মিয়ার ছেলে ফেরদৌস (০৯) সকালে আম গাছে উঠে আম পারতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পরে। পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত ফেরদৌস স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

বগারচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোহেল রানা পলাশ বিদ্যুৎপৃষ্ঠে শিশুটির মৃত্যু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন। 

Exit mobile version