চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে বঞ্চিত নেতা-কর্মীরা সদ্য ঘোষিত বিএনপির কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন।
সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির কমিটিতে ত্যাগী, কারানির্যাতিত, অতীতে আন্দোলন সংগ্রামে দলের জন্য নিজের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছেন সে সমস্ত যোগ্য নেতা কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে স্বজনপ্রীতির মাধ্যমে চিহ্নিত আওয়ামী দোসরদের দিয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদে ও বিক্ষোভ মিছিল করেছে দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির পদ বঞ্চিত ত্যাগী বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নগরীর টেরীবাজার চত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল টেরীবাজার থেকে শুরু কোরবানীগঞ্জ হয়ে ঘাটফরহাদবেগ, খলিফাপট্টি, সাবেরিয়া, নবাব সিরাজদৌল্লাহ রোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ অবৈধ লেনদেনের মাধ্যামে চিহ্নিত আওয়ামী দোসরদের দিয়ে গঠিত পকেট কমিটি অনতিবিলম্বে বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবী জানান।
এতে উপস্থিতি ছিলেন আবুল কালাম কালু, গিয়াস উদ্দিন দিদার,ফতেয়া আলী,হাসেম, সাইফুল, তারেক,শাহাজান সাজু,তারেক,হাজী রাসেল,শাহাবুদ্দিন, কফিল উদ্দিন, কামরুল হাসান, মানিক,গাজী শেফায়ত,মুমিন, রবিউল ইসলাম,সোহেল,সুমন,জহির উদ্দিন, মামুন,ফসিউল আলম,হানিফ,আরিফ, সাজ্জাদ, সাইফুল,বেলাল,আরাফাত প্রমূখ।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে
বক্তরা বলেন, বর্তমান মাহানগর বিএনপি কমিটির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান কমিটি গঠনের ক্ষেত্রে দলের হাইকমান্ডের দিক নির্দেশনা অমান্য করে অবৈধ টাকার বিনিময়ে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি বানিজ্য শুরু করেছে। বহু যোগ্য নেতা থাকতেও চিহ্নিত পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও নিস্ক্রিয় ব্যক্তিকে দিয়ে কমিটি করা হয়েছে। অথচ দলের হাইকমান্ডের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে আন্দোলন সংগ্রামের রাজপথের ত্যাগী, কারানির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীর সমন্বয়ে কমিটি করতে হবে। এটি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী একটি পকেট কমিটি।
নেতৃবৃন্দ বলেন, ঘোষিত কমিটিতে যারা দুঃসময়ে ত্যাগ স্বিকার করেছেন তাদের নতুন কমিটিতে বাদ দেয়া হয়েছে।
সামাবেশ থেকে নেতৃবৃন্দ ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কমিটি সহ চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ঘোষিত ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির বিষয় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বিএনপির হাইকমান্ডের প্রতি উদাত্ত আহবান জানান। পাশাপাশি ঘোষিত অবৈধ কমিটি বাতিল করে তৃণমুলের নেতাকর্মীদের চাহিদার ভিত্তিতে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণা করা হোক।