Site icon আজকের কাগজ

কাল ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

আগামীকাল ২৮ জুন, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবীকে কেন্দ্র করে এই মহাসমাবেশ আয়োজন করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পর থেকেই সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে লাগাতার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর সাথে নানামূখি আলোচনা চালিয়ে আসছিলো। এই ব্যাপারে জন সমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরণের সমন্বয়ও হয়েছে।

আগামীকালের মহাসমাবেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা হবে ইনশাআল্লাহ।

আজ ২৭ জুন শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই মাঠ পরিদর্শন করে জানান, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে, লঞ্চ ও ট্রেনে করে কয়েক লক্ষ জনতা সোহরাওয়ার্দী ময়দানে জমায়েত হবেন ইনশাআল্লাহ। দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে আগামীকালের মহাসমাবেশ থেকে।

মহাসমাবেশে ফ্যাসিবাদ বিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সকল দলের নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়েছে। এবং বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।

আগামীকাল সকাল দশটা থেকে মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

দুপুর দুইটা থেকে মহাসমাবেশের মূলপর্ব শুরু হবে। মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

Exit mobile version