Site icon আজকের কাগজ

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে চুক্তির পরিমাণ ১৩৬০ কোটি ইউয়ানের বেশি

ছয় দিনব্যাপী চীন-দক্ষিণ এশিয়া এক্সপো মঙ্গলবার শেষ হয়েছে। এবারের এক্সপোতে মোট ৩১টি প্রকল্পের চুক্তি হয়েছে এবং বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৬০.৯ কোটি ইউয়ান, যা গত এক্সপোর তুলনায় ৩৩ শতাংশ বেশি।

এবারের এক্সপোতে ১৫৩টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর মোট মূল্য ৮৪৭.৯ কোটি ইউয়ান। বিশ্বের ৭৩টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা এবং ২৫০০টি কোম্পানি এবারের এক্সপোতে অংশগ্রহণ করেছে।

সূত্র: সিএমজি  

Exit mobile version