Site icon আজকের কাগজ

ডিপসিক ওপেন সোর্স সপ্তাহ: এআই উন্নয়নে নতুন জানালা

চীনের এআই স্টার্টআপ ডিপসিক তাদের ‘ওপেন সোর্স উইক’ সম্পন্ন করেছে। পাঁচ দিনের এই ইভেন্টে তারা পাঁচটি কোড রিপোজিটরি উন্মুক্ত করেছে, যা এখন গিটহাব ও হাগিং ফেস প্লাটফর্মে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

এই টুলগুলো মেশিন লার্নিং ও ডিপ লার্নিং মডেলকে দ্রুত ও কার্যকর করতে সাহায্য করবে। ফ্ল্যাশ এমএলএ নামের একটি কোড মাত্র ছয় ঘণ্টায় পাঁচ হাজার ‘তারকা’ রেটিং অর্জন করেছে।

বিশ্বের এআই বিশেষজ্ঞরা ডিপসিকের এই উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ কেউ এটিকে ‘এআই-এর অ্যান্ড্রয়েড যুগ’ বলছেন।

ক্রোয়েশিয়ার এআই বিশেষজ্ঞ ড্রাগো কিলিগা বলেছেন, ডিপসিকের উন্মুক্ত উদ্যোগ প্রমাণ করেছে, আধুনিক এআই টুলস শুধু কিছু দেশের জন্য সীমিত নয়। ছোট দেশগুলোও এর সুফল পেতে পারে।

জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি মের্ক-এর প্রধান ডাটা ও এআই কর্মকর্তা ওয়ালিদ মেহানা বলেছেন, ডিপসিকের স্বচ্ছ উন্নয়ন প্রক্রিয়া ও বাণিজ্যিক ব্যবহারের জন্য সহজ লাইসেন্সিং নীতি প্রশংসার দাবিদার।

ডিপসিক প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং বলেছেন, ‘আমাদের লক্ষ্য একটি শক্তিশালী প্রযুক্তিগত ইকোসিস্টেম তৈরি করা, যেখানে সবাই মিলে উদ্ভাবন করতে পারবে।’

সূত্র: সিএমজি

Exit mobile version