Site icon আজকের কাগজ

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৯৪ জন নিহত,  বেঁচে ফিরেছেন একজন

ফ্লাইট দুর্ঘটনা

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৯৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। ভাগ্যক্রমে একজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন। বিমানটি বিধ্বস্ত হয়েছিল একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর, যেখানে নিহত হয়েছেন আরও ৫০ জনের বেশি মানুষ।

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী এই ফ্লাইটটি যাত্রা শুরু করে। তবে উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী এবং ১২ জন ছিলেন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

আহমেদাবাদ সিটি পুলিশের কমিশনার জিএস মালিক বার্তা সংস্থা এপি-কে জানান, “এটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়েছে, এবং আমরা আশঙ্কা করছি, এতে কেউ বেঁচে নেই। স্থানীয় বাসিন্দারাও প্রাণ হারিয়েছেন।”

বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, এনডিআরএফ, সিআরপিএফ এবং অন্যান্য জরুরি উদ্ধারকারী দল। এখনও উদ্ধারকাজ চলছে।

এদিকে, দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ও প্রতিষ্ঠানটি বহন করবে বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে টাটা গ্রুপ জানিয়েছে, “আমরা এতটাই শোকাহত যে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। ক্ষতিগ্রস্ত মেডিকেল কলেজের হোস্টেলটি পুনর্নির্মাণে আমরা সহায়তা করব।”

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। এটি এতটাই হৃদয়বিদারক যে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

ভারতের শোকাবহ এই ঘটনার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক বিবৃতিতে তিনি বলেন, “আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।”

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং পাকিস্তান পিপিপি চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শুধু ভারতেই নয়, সারা বিশ্বে।

Exit mobile version