Site icon আজকের কাগজ

চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে  এনজিওর কর্মী নিহত  

দুর্ঘটনা

মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর (দিনাজপুর): চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সন্ধ্যা রাণী রায় (৩৫) নামে এক এনজিও মহিলা কর্মী মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

 বৃহস্পতিবার (২২ মে)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে   দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের তেঁতুলিয়া শাহাপড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানীরবন্দর থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাসে ধাক্কা লাগে এবং চাকায় পিষ্ট হয়ে সন্ধ্যা রাণী রায়ের মৃত্যু হয়। মৃত সন্ধ্যা রাণী রায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শেফালীর বাজার এলাকার ব্রজেনন্দ্র রায়ে মেয়ে। সন্ধ্যা রাণী রায় স্থানীয় সিটিএস এনজিওর কর্মী। 

দশমাই হাইওয়ের (চম্পাতলী) ওসি মোঃ ওমর ফারুক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version