ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চয়তার মুখে পড়েছিল। তবে সেই শঙ্কা এবার কাটল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্র জানিয়েছে, শুরুতে পাঁচ ম্যাচের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিরিজটি তিন ম্যাচে সীমাবদ্ধ করা হয়েছে।
দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সোমবার রাতে এক বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। ওই বৈঠকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিমও উপস্থিত ছিলেন। সেখানেই দুই দেশের বোর্ড সিরিজ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করে।
পিসিবি সূত্রে জানা গেছে, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। উল্লেখ্য, আগামী ২৫ মে লাহোরে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর ফাইনাল। পিএসএলের ফাইনালের পরই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ।
তবে এখনো সিরিজের নির্দিষ্ট সূচি ঘোষণা করা হয়নি।
এদিকে, বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছে, যেখানে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। শুরুতে সিরিজটি ছিল দুই ম্যাচের, তবে বিসিবির অনুরোধে এক ম্যাচ বাড়িয়ে সিরিজ তিন ম্যাচে পরিণত হয়। এই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, শুরুতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ছিল। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই বোর্ডের আলোচনায় সিদ্ধান্ত হয়, দুটি দলই টি-টোয়েন্টি ফরম্যাটেই প্রস্তুতি নেবে। সে অনুযায়ী, চলতি মাসের ২৫ মে থেকে পাকিস্তানে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সেটিকে সংক্ষিপ্ত করে তিন ম্যাচে আনা হয়েছে।
ক্রিকেটপ্রেমীদের জন্য এটি স্বস্তির খবর যে, রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ক্রিকেট চালু থাকছে এবং দুই দলের প্রস্তুতিতেও বিঘ্ন ঘটছে না। এখন শুধু অপেক্ষা সূচি ঘোষণার।