Site icon আজকের কাগজ

ধর্মপাশায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ধর্মপাশায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ইউপি সদস্য শাখাওয়াত হোসেনের সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। ধর্মপাশায় বয়স্কভাতা ও ভিজিডির কার্ড নিয়ে ঘুষ বাণিজ্য অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সেলবরষ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন। লিখিত বক্তব্য তিনি বলেন, আমার বিরুদ্ধে বিগত ১৫ মে ২০২৫ ইং তারিখে প্রথম বাংলা অনলাইন, পত্রিকা সহ বিভিন্ন গলমাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ৬টি বয়স্ক ভাতা দিয়েছি, কারও কাছ থেকে একটাকাও নেয়নি। বিজিডি বিগত ৬ মাস যাবত কোন কার্যক্রম নেই অতএব মিথ্যা বানোয়াট মানহানিকর সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা জানাই। সাখাওয়াত আরও বলেন, বিগত দিনে গ্রামে অনেক চোরির বিচার করেছি সেই পরিপ্রেক্ষিতে ঈর্ষানিত হয়ে আমার বিরুদ্দে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে প্রতিপক্ষ। এই ব্যাপারে বয়স্ক ভাতা ভোগী শাহীন মিয়া, মুঞ্জুল হোসেন বলেন, আমার মেম্বার সাবকে একটি পয়সা দেইনি অনেতু মিথ্যা বলা হয়েছে। অপরদিকে বিজিডি প্রাপ্ত আব্দুল হেকিম বলেন, মেম্বার সাব কোন টাকা নেননি, আমরা কোন টাকা দেইনি। অবসর প্রাপ্ত শিক্ষক মো: বাচ্ছু মিয়া বলেন, সাখাওয়াত মেম্বার কারও কাছ থেকে কোন ঘুষ বা অনিয়মের সাথে জরিত নয়। ##

Exit mobile version