Site icon আজকের কাগজ

প্রচণ্ড টর্নেডোতে বিপর্যস্ত মিসৌরি ও কেন্টাকি, মৃত্যু ২৭ জন

প্রচণ্ড টর্নেডোতে বিপর্যস্ত মিসৌরি ও কেন্টাকি

প্রচণ্ড ঝড় ও টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৭ জনে দাঁড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার এক সংবাদ সম্মেলনে জানান, শুধুমাত্র কেন্টাকিতেই এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। গভর্নর বেসিয়ার বলেন, ‘গভীর রাতে আবাসিক এলাকায় আঘাত হেনেছে টর্নেডোটি। এটি একটি ভয়ঙ্কর টর্নেডো ছিল, রাতের বেলায় এমন বিপর্যয় সবচেয়ে ভয়ঙ্কর।’

কেন্টাকির লন্ডন শহরের বাসিন্দা ক্রিস্টেন মসলি জানান, ‘আমার বাড়ি কোনোমতে রক্ষা পেয়েছে, কিন্তু আশপাশের অনেকের ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। এটা ভাষায় প্রকাশ করা কঠিন, কতটা হৃদয়বিদারক দৃশ্য।’

অন্যদিকে, মিসৌরি রাজ্যের সেন্ট লুইস এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র কারা স্পেন্সার। তিনি বলেন, ‘সেন্ট লুইসে প্রায় ৩০ জন মানুষ আহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে।’ মেয়র স্পেন্সার আরও জানান, প্রায় ৫,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসযজ্ঞের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিসৌরির বিভিন্ন স্থানে আরও দুইজন এবং ভার্জিনিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। টর্নেডোর এই তাণ্ডবের পর উদ্ধারকাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।

Exit mobile version