Site icon আজকের কাগজ

লাকসামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

লাকসামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু


সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামে রবিবার (১৮ মে) বিদ্যূৎস্পৃষ্টে হাফেজ মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। নিহত ওই শিক্ষক উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসূন্নাত দ্বীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ্ বিভাগে শিক্ষকতা করতেন।

পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, একইদিন দুপুরে হাফেজ মো. জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে বয়ে গেছে একটি বৈদ্যুতিক লাইন। হঠাৎ ওই বৈদ্যূতিক লাইনের তারের সঙ্গে কাটা ডালটি লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত হাফেজ মো. জাকির হোসেন তিন সন্তানের জনক।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিদ্যূৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। এ সংবাদ লিখা পর্যন্ত (বিকেল ৫:৫০ মিনিট) তিনি ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version