Site icon আজকের কাগজ

টি-টোয়েন্টিতে ডেথ ওভারের বিশ্ব রেকর্ড মুস্তাফিজুরের  

মুস্তাফিজুর

বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে ইতিহাস গড়েছেন। বিশ্ব ক্রিকেটে এই প্রথম কোনো বোলার ডেথ ওভারে ৩০০ ডট বল দেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। শনিবার আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই অনন্য রেকর্ডটি নিজের করে নেন মুস্তাফিজ।

এর আগেও ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজ। তবে ৩০০ ডট বলের মাইলফলক স্পর্শ করে সেটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, মুস্তাফিজ যেখানে ৩০০ ডট বল দিয়েছেন, সেখানে তার কাছাকাছি থাকা ইংল্যান্ডের ক্রিস জর্ডান ২৪১টি এবং নিউজিল্যান্ডের টিম সাউদি ২৪০টি ডট বল দিয়েছেন। পাকিস্তানের হারিস রউফ ২২২টি ও ভারতের জাসপ্রিত বুমরাহের ডট বল সংখ্যা ২০৮।

ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল দেওয়া বোলাররা:

১. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৩০০ ২. ক্রিস জর্ডান (ইংল্যান্ড) – ২৪১ ৩. টিম সাউদি (নিউ জিল্যান্ড) – ২৪০ ৪. হারিস রউফ (পাকিস্তান) – ২২২ ৫. জাসপ্রিত বুমরাহ (ভারত) – ২০৮

রান খরচের দিক থেকে মুস্তাফিজ তিনে

ডেথ ওভারে রান খরচের দিক দিয়ে তালিকার এই পাঁচ বোলারের মধ্যে মুস্তাফিজ রয়েছেন তিন নম্বরে। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে তিনি খরচ করেছেন ৯৯০ রান। এই তালিকায় সবচেয়ে কম রান খরচ করা বোলার ভারতের জাসপ্রিত বুমরাহ, যার ৪৯৫ বলে খরচ ৫৬৩ রান। আর পাকিস্তানের হারিস রউফ ৫৮৬ বলে খরচ করেছেন ৭৮২ রান।

উইকেট শিকারের দিক দিয়ে মুস্তাফিজ দ্বিতীয়

ডেথ ওভারে উইকেট শিকারের তালিকায় মুস্তাফিজ রয়েছেন দ্বিতীয় স্থানে। ১০০ ইনিংসে টিম সাউদির শিকার ৬৫টি উইকেট। সেখানে ১৩ ইনিংস কম খেলে মুস্তাফিজের শিকার ৬৩টি উইকেট।

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে মুস্তাফিজ তৃতীয়

শুধুমাত্র আন্তর্জাতিক নয়, সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়েও ডেথ ওভারে মুস্তাফিজের ডট বল সংখ্যা ঈর্ষণীয়। এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে তার ডট বল সংখ্যা ৮১৬। এই তালিকায় শীর্ষে আছেন ডোয়াইন ব্রাভো (১১৬৪ ডট বল) এবং দ্বিতীয় স্থানে আছেন ক্রিস জর্ডান (৮৯৩ ডট বল)। এই তিনজন ছাড়া আর কোনো বোলারের ৮০০ ডট বলের কৃতিত্ব নেই।

মুস্তাফিজুর রহমানের এই অনন্য কীর্তি প্রমাণ করে, ডেথ ওভারে তার নিয়ন্ত্রণ আর নিখুঁত বোলিং লাইন-লেংথ কেমন ভয়ঙ্কর হতে পারে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এই পেসার আরো অনেক রেকর্ড নিজের করে নেবেন, সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা।

Exit mobile version