Site icon আজকের কাগজ

শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু)

শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু)

রিয়াদ আহাম্মেদ, শেরপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসেম আহমেদ সিদ্দিকী। তিনি শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

১৭ মে শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বার্তা প্রেরণ করা হয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত ক্রমে এই অনুমোদন দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সভাপতি নিয়ামুল হাসান আনন্দ শেরপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন। তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক। সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রাখার স্বার্থে শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসেম আহমেদ সিদ্দিকী কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

Exit mobile version